দর্পণ রিপোর্ট : গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন সংলগ্ন গোয়াইন নদীর গোয়াইন সেতুু ও বধ্যভূমির নীচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টা থেকে দেড় ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাইদুল ইসলাম।
অভিযানে স্পটে নামতেই অনেকেই দৌড়ে পালিয়ে যায়। অসংখ্য বড় বড় বালুর স্তুপ আর সেতু ও বধ্যভূমির নিকটে গর্ত দেখে বিস্মিত হন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা।
জানা গেছে, পূর্নানগর গ্রামেরএকটি চক্র দিনের বেলায় শ্রমিক দিয়ে বালু সংগ্রহ করে আর রাতে বিক্রি করে। শ্রমিকরা কয়েকজনের নামও বলেছেন। আবার গ্রামের কয়েকজন বলেন আমাদের বাড়ির কাজের জন্য এক টুকরি বালু আনতে পারি না ওরা বাধা দেয়, আবার তারা তুলে বিক্রি করেন।
প্রশাসন ইতোপূর্বেও অভিযান করে সতর্ক করলেও বালুখেকো চক্র নির্দেশ কর্ণপাত করেনি। অভিযানের শেষ পর্যায়ে ইউপি সদস্য লুৎফুর রহমান ও মাসুক আহমদসহ গ্রামের কিছু লোক উপস্থিত হলে ভবিষ্যতে আর বালু উত্তোলন হবে না বলে মুচলেকা দেন এবং সংগ্রহকৃত বালু ব্রীজের পিলারের গর্তসহ নদীতে ফেলার ওয়াদা করেন। এতে প্রশাসন আর বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্হা গ্রহণ করবেন বলে সতর্ক করে দেন। এ সময় স্থানীয় সংবাদকর্মীরাও উপস্হিত ছিলেন।
ছবিঃ অবৈধভাবে বালু উত্তোলনে গোয়াইন সেতু ও বধ্যভূমি এলাকায় অভিযান।
Leave a Reply