কথা
….মাছুম হুসাইন
কথায় কাজ কথায় লাজ
কথায় গড়ে ভব,
কথা দিয়ে কেনা যায়
এই দুনিয়ার সব।কথা বলতে যদি কভু
করো না নয় ছয়,
তবেই করতে পারবে তুমি
সকলের মন জয়।কথায় গড়ে অট্টালিকা
কথায় ভাঙে মন,
এমন কথা বলো না যেন
পর হয় প্রিয়জন।কথার সাথে মিলে কথা
করিও আলাপ,
কথা দিলে হয়না যেন
কথার বরখেলাপ।
Leave a Reply