কবে নিপাত যাবে
..রিয়াজ উদ্দিন বাবুল
দুর্নীতি দুঃশাসনে চলছে স্বদেশ
আজিজ বেনজিররা করছে শেষ।
পত্রিকায় খবর ভেসেভেসে আসে
বিচার হয়নি সাগর রুনি কেসের।আইনপ্রণেতারা বেআইনি কাজ করে
চোর ডাকাত লুটেরা কে তারে ধরে।
নিরিহ দিন মজুর রিক্সাচালক মরে
আসামিরা বেড়ায় বীর দর্পে স্বদেশে।চুরের দল চুরি করে বললে অপরাধ
মুখফুঁটিয়ে পারে না বলতে নেই সাদ
বুকটানিয়ে গলা উচিয়ে বলে ও চলে
খুনগুম হামলা মামলা কবে নিপাত যাবে?
Leave a Reply