কোটা না মেধা
…নিশাত তানিশা রুহি
আমি ৫২ দেখিনি, কিন্তু ২৪ দেখেছি;
আমি ২৫শে মার্চ দেখিনি, কিন্তু ১৫ই জুলাই দেখেছি।
পার্থক্য শুধু একটাই-৫২ তে ছিল ভাষা আন্দোলন
আর ২৪শে কোটা আন্দোলন।
দাদার কোটা পায় নাতি, নাতির কোটা পুতি
চাকরির জন্য মরছে এখন সাধারণ জাতি।
মেধা থেকে কোটা বড়,এমন কোথায় আছে?
সকল মেধা বন্ধী আজই কোটা শক্তির কাছে।
কোটা নিয়ে খোঁটা খাওয়ার কোনো দরকার নাই,
আমরা সবাই বঙ্গবন্ধুর সোনার বাংলা চাই।
কোটায়, অর্থে চাকরি হলে, থাকেনা দেশপ্রেম,
দুর্নীতি আর অর্থ পাচার, তাদের হয় যে গেম।
সোনার দেশটা গড়তে হলে, ভাঙ্গরে কোটার ফাঁদ,
দেশের মানুষ লুফে নিক, স্বাধীনতার স্বাদ।
শিক্ষার্থী, মেট্রোপলিটন ইউনিভার্সিটি
ইংরেজি বিভাগ।
Leave a Reply