দর্পণ ডেস্ক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুলমহল গ্রামকে খোলা পায়খানামুক্ত ও বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
৩১শে আগস্ট, শনিবার দুপুর ২টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে স্থানীয় ছয়ফুল আলমের বাড়ি সংলগ্ন প্রাঙ্গনে আয়োজিত খোলা পায়খানা ও বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ।
আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন ফ্যাসিলিটেটর মারজানুল আযহার জুনেদের সঞ্চালনায় এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ বাবুল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ ইউনুছ আলী,সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখায় কর্মরত অফিসার জুবায়ের আহমদ।
আয়োজিত এ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়ার ভারপ্রাপ্ত ম্যানেজার মুহাম্মদ শহিদুল ইসলাম খোলা পায়খানা মুক্ত ও বাল্যবিবাহ বন্ধে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ঘোষণা পূর্বে উল্লেখ করে বলেন ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা আব্দুল মহল গ্রামে যাচাই বাছাইয়ের মাধ্যমে ১০০টি পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করেছি এবং পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ধারাবাহিকভাবে সভা-সেমিনারের মাধ্যমে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।আমরা আশাবাদী এ ধারা অব্যাহত থাকলে এলাকার প্রত্যেকটি গ্রাম খোলা পায়খানা ও বাল্যবিবাহমুক্ত থাকবে।
এর আগে অনুষ্টানের শুরুতে উক্ত গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ,স্বাস্থ্য সচেতনতা,পরিবেশ দূষণ রোধ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ নাটকের আয়োজন করে পুকাশ স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ক্ষুূদে শিক্ষার্থীর একটি দল।
বাল্যবিবাহ প্রতিরোধে বক্তারা বলেন, বাল্যবিবাহ জাতির জন্য একটি অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়। শিশুদের সুন্দর একটি ভবিষ্যত নষ্ট হয়ে যায়। আজকে আব্দুল মহল গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হচ্ছে। শুধু আব্দুল মহল গ্রাম নয়, আগামী দিনে উপজেলার সবগুলো গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই গোয়াইনঘাট হোক বাল্যবিবাহ মুক্ত একটি উপজেলা। আসুন আমরা সরকারি, বেসরকারি সংস্থার সহযোগিতায় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যহত রাখি যাতে গ্রামগুলোতে আর বাল্যবিবাহ না হয়। এই বিশেষ কার্যক্রমের জন্য ওয়ার্ল্ড ভিশনকে সাধুবাদ জানিয়ে নিজ গ্রামসহ উপজেলাকে খোলা পায়খানা ও বাল্যবিবাহ মুক্ত করতে সর্বাত্বক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন এলাকাবাসী ।
Leave a Reply