স্টাফ রিপোর্ট: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পরিবেশবান্ধব সবুজ শহর ও গ্রাম গড়ে তোলার লক্ষ্যে গোয়াইনঘাট এপির উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনা করে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদর এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের উদ্যোগে প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া খংস্তিয়ার পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় এপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা বলেন, পৃথিবীতে প্রতি বছর প্রায় ৩৮১ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার মধ্যে মাত্র ৯% পুনর্ব্যবহার করা হয়। এই কার্যক্রমের উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করে পরিবেশবান্ধব সবুজ গ্রাম গড়ে তোলা।
তিনি আরো বলেন, পরিবেশ দূষণ রোধে এবং প্লাস্টিকমুক্ত উপজেলা গঠনে সরকারি-বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে একসাথে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার দিপংকর যেত্রা, প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন বালা, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী, কমিউনিটি সদস্য এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply