দর্পণ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার সালুটিকর বাজারের শাহজাহান কমিউনিটি সেন্টারে নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এম এ মতিন, গোয়াইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মদরিস আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এম এ হক ও সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ সিদ্দিকী।
ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply