দর্পণ রিপোর্ট : গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট -এর উদ্যোগে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের দেওয়া এসব শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
ট্রাস্টের সভাপতি হারিছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক কাওছার আহমেদ রাহাতের সঞ্চালনায় শাড়ী-লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রধান সমন্বয়ক ফয়সাল আহমেদ মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আহমদ, সমাজসেবক মাও: দেলওয়ার হোসেন, শ্রমিক কল্যাণ পরিষদ সভাপতি মানিক মিয়া, সমাজসেবক মাও: মনসুর আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সমন্বয়ক সাদ উল্লাহ, আহমেদ মনাফ, আব্দুল কালাম ও শাহাব উদ্দিন প্রমুখ।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত