দর্পণ ডেস্ক : বিগত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গোটা দেশে যেমন রাজনীতির পটপরিবর্তন ঘটেছে, তেমনি এর দৃশ্যমান প্রভাব পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়ও। দীর্ঘদিনের পুরনো রাজনীতির অবসান চেয়ে সচেতন তরুণরা এখন রাজনীতির অঙ্গনে সরব হচ্ছেন। পরিবর্তনের সেই ছোঁয়া পৌঁছে গেছে ইউনিয়ন পর্যায়েও।
বিশেষ করে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাট সদর ইউনিয়নে তরুণ নেতৃত্বের উত্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমতের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সদ্য গ্রাজুয়েট ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন।
বর্তমানে সিলেট জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আমিন, শুধু পেশাগতভাবে নয়, সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনেও নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। বিগত জুলাই বিপ্লবে সম্মুখ যোদ্ধা হিসেবে তার সাহসী ভূমিকা গোয়াইনঘাটের তরুণ সমাজের মধ্যে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এছাড়াও, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক হিসেবে তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের ক্ষমতা এবং জনসেবার মানসিকতা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন প্রজন্মের নেতৃত্ব গোয়াইনঘাটের রাজনীতিতে গঠনমূলক পরিবর্তন আনতে পারে। যেখানে ব্যক্তি স্বার্থের চেয়ে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা প্রাধান্য পাবে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমিরুল ইসলাম আমিনের প্রতি তরুণ সমাজের সমর্থন ততই সুসংগঠিত হচ্ছে। অনেকে মনে করছেন, যদি সঠিক পরিকল্পনা ও জনগণের আস্থা নিয়ে এগিয়ে যেতে পারেন, তবে গোয়াইনঘাট সদর ইউনিয়নের ভবিষ্যৎ নেতৃত্বে তিনি একটি উজ্জ্বল নাম হয়ে উঠতে পারেন।
গোয়াইনঘাট এখন অপেক্ষা করছে নতুন ইতিহাস লেখার। আর সেই ইতিহাসের পাতায় এক সম্ভাবনাময় তরুণের নাম হয়তো স্থায়ী হয়ে যেতে চলেছে — আমিরুল ইসলাম আমিন।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত