দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রম এবং এর কার্য নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) -এর আয়োজনে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সার্বিক সহযোগিতায় অর্ধদিবস ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহযোগিতা করে রাইমস।
এফআইভিডিবি সুফল-২ প্রকল্পের গোয়াইনঘাট উপজেলা ব্যবস্থাপক ড. ফারহানা আক্তারের সঞ্চালনায় দুর্যোগের পূর্বাভাসভিত্তিক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুস আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, রাইমস ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার আনিকা তাবাসসুম, রিসার্স এসোসিয়েশনের পেরিসা বিনতে ইসলাম, কেয়ার বাংলাদেশের সিনিয়র মিল অফিসার ফয়সল খান।
এছাড়া এফআইভিডিবি সুফল-২ প্রকল্পের রুস্তমপুর ইউনিয়ন মবিলাইজার শামীম আহমদ, শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লেঙ্গুড়া ইউনিয়ন মবিলাইজার সাবিকুন নাহার ও মিন্টু রঞ্জন আচার্য্যি।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউপি সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষে শিক্ষক সালিকুর রহমান, উপজেলা লাইভস্টক অফিসের আফতাব উদ্দিন, রুস্তমপুর ইউনিয়নের ওয়ার্ড প্রশাসক হেলাল আহমদ ও সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত