স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। রোববার(২ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন ও নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকবৃন্দ। ছবি নিজস্ব
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।
পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, আপনাদের উপজেলায় আমি নতুন যোগদান করেছি। একটি উপজেলায় সমস্যা এবং সম্ভাবনা দু’টিই থাকে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান এবং সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ স্বরুপ। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ক্ষেত্রে রিপোর্টার্স ক্লাবের সবাই ভেরি ইয়াং। আমি উপজেলার পর্যটন, শিক্ষাসহ প্রত্যেকটি সেক্টরে ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এছাড়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন।
Leave a Reply