দর্পণ রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসিতে) অধীনে রাখতে এনআইডিসহ ইসির সব সেবা বন্ধ রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুঁইয়া বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা ইসি থেকে সরিয়ে নিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে।
তিনি দাবি করেন, বিশাল জনগোষ্ঠীর এ ডাটাবেজ ইসিতে থাকাই নিরাপদ। একটি স্বার্থান্বেষী মহল ইসি থেকে এ সেবা সরিয়ে নেয়ার পাঁয়তারা করছে।
নির্বাচন অফিসার বলেন, সম্প্রতি এনআইডি কার্যক্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার জন্য আলোচনা চলছে। এ উদ্যোগের বিরোধিতা করে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল ১১টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত দেশব্যাপী আন্দোলনে নেমেছেন।
মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও সকল কর্মচারী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
Leave a Reply