দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানর উদ্বোধন ঘোষণা করেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও ক্রীড়া পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সোমবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
গোয়াইনঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ক্রীড়া পরিষদের সম্পাদক পৃথ্বিশ কান্তি ঘোষ গোয়াইনঘাট দর্পণকে জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের পৃথক ১৪টি ইভেন্ট রাখা হয়েছে। এতে ছাত্ররা গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এবং ছাত্রীরাও গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, মিউজিক্যাল পিলো ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
জানা গেছে, গোয়াইনঘাট সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল সোমবার সকাল ১১টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, স্টাফ কাউন্সিল সেক্রেটারি ফারুক আহমদসহ কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply