দর্পণ রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গোয়াইনঘাটবাসী সহ সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের দেশ ও বিদেশের জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল।
বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ শোক, জরা-ব্যাধি, মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।
আরিফ ইকবাল নেহাল বলেন, কোথাও কোনো অপৃথিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন তথা তিন উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে; তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।জিডি/ টিএইচ
Leave a Reply