ডেস্ক রিপোর্ট: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জীবন ও দর্শনকে উপজীব্য করে ‘আমার দেখা বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আজ রোববার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী অফিসার গোয়াইনঘাট আইডি থেকে প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও দর্শনকে উপজীব্য করে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সকল স্কুল-কলেজ ও তদূর্ধ্ব পর্যায়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply