ডেস্ক রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে অংশীজনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি।
এ সময় অংশীজনেরা পূর্বের ন্যায় ইজারার মাধ্যমে সরকারকে রাজস্ব দিয়ে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার আহবান জানান। তারা বলেন, ইতোমধ্যে বালু ও পাথরখেকুদের কারণে জাফলংয়ের জুমপাড় খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোন মূহুর্তে তা বিলীন হয়ে যেতে পারে। অংশীজনেরা জাফলংয়ের পরিবেশ রক্ষা করে শ্রমিকদের রুটিরুজির পথ খুলে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি করজোড়ে অনুরোধ জানান।
Leave a Reply