দর্পণ রিপোর্ট: অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় বিজিবি-পুলিশের সহায়তায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (৪ঠা জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির ১০ সদস্যের টিম ও গোয়াইনঘাট থানার ৬ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান চালায়।
অভিযানে ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা, ২০টি ড্রেজার ও সেভ মেশিন বিনষ্ট করা হয়। এছাড়া প্রায় ৫০০ শতাধিক নৌকার বালু ও পাথর নদীতে ফেলে আনলোড করা হয়েছে। পাশাপাশি ১৫টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ৫টি শ্রমিক ক্যাম্প ও দোকান অপসারণ করা হয়।
উল্লেখ্য, এর আগে জাফলং ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহনের যে আটটি রুট ব্যবহৃত হয়, সে সমস্ত রুটে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেগুলো রাতে দুষ্কৃতকারীরা উপড়ে ফেলেছে।
Leave a Reply