নতুন দিন
মাছুম হুসাইনআমার ভাইয়ের রক্ত দিয়ে
রাজপথ লাল করে,
বাংলা ছেড়ে ভারত গেল
প্রান বাঁচানোর তরে।অনেক কষ্ট চেপে মনে
হাসি পাচ্ছে ভীষণ,
বাঁচার জন্য আরো কয়দিন
ছাড়ছে বুবু আসন।ঝড়ের কবলে পড়ে এবার
ছিঁড়ছে নৌকার পাল,
মাঝি ছাড়া নৌকা বুবুর
কে ধরিবে হাল?ছাত্র সমাজ নতুন করে
করলো এদেশ স্বাধীন,
পতন হলো স্বৈরাচারের
আসলো নতুন দিন।
Leave a Reply