মনোবল
—-আখলাক হুসাইন
জানো কী তুমি আমরা কতো
আদর্শের দাবীদার?
বিশ্ব তখন পুরোই ছিলো
আমাদের তাবেদার।
আমরা তো ছিলাম বিশ্বের কাছে
আদর্শ ও আইডল,
ঐক্য ছিল আমাদের মাঝে
আর ছিলো মনোবল।
দেখি যদি ঐ সিদ্দিকী শাসন
ওমরের সে হুঙ্কার
পরাশক্তির সে হুতাশে আওয়াজ
শুনা যেত ঝঙ্কার।
যখনই আমরা ছেড়ে দিয়েছি
ঐক্যের মহাবাণী,
উপড়ে পড়েছে আমাদের উপর
ক্লেশ যাতনা গ্লাণি।
আমরা দেখেছি আফগানে কতো
কষ্ট করেছে ভাই,
সিরিয়ার নারী ও শিশুদের সেই
কান্নাও ভুলি নাই।
রক্তের নদী বয়েছে ইরাকে
তখনো হয়নি হুশ,
কর্ম ফলে পেয়েছি এসব
কাকে দেব এর দোষ?
কাশ্মীরে দেখেছি মায়ের হাতে
অবুঝ শিশুর লাশ,
কান্নার আওয়াজে আকাশ কেঁপেছে
ভারি হয়েছে শ্বাস।
বিশ্বের চোখে পষ্ট হয়েগেছে
আর্তি আরাকানের
আর কত নারী-শিশু হারালে
জাগবেরে তোরা ফের?
ফিলিস্তিনের নারী-শিশুরা
আহাজারি করছে আজো,
রেখে দিয়ে সব কাজে ঝুড়ি
তোরা যুদ্ধের সাজে সাজো।
আজকের দিনে সব কিছু ভুলে
স্লোগান তোলি চল,
ঐক্যের সোপান, খোদার মদদে
ফিরে পাই মনোবল।
Leave a Reply