দর্পণ রিপোর্ট : উন্নয়নশীল রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস। তিনি বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে জাতীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। যা আজকের এই মিলনমেলা প্রমাণ করে।
তিনি মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান, বায়তুলমাল সম্পাদক হাফিজ জুনায়েদ আহমদ, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফিজ তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম ও মারজানুল আযহার জুনেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, ইসলামী যুব আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল-আমিন সাইদ, আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদ, রুস্তমপুর কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য মোঃ মোশাররফ হোসেন।
নেতৃবৃন্দের মধ্যে উপজেলা শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মনসুর আহমদ, সহ সভাপতি মাওলানা জুয়েব রহমান জসিম, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান সাজু উপস্থিত ছিলেন।
Leave a Reply