1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ গোয়াইনঘাটে খেলাফত মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন সুযোগের অভাবে অনেকের প্রতিভার বিকাশ ঘটে না : অধ্যক্ষ হাবিবুর রহমান বিছনাকান্দি পাথর লুটের প্রতিবাদ করায় মেডিকেল শিক্ষার্থীকে হ/ত্যা/র হু-মকি: পুসাগের প্রতিবাদ গোয়াইনঘাটে তৃতীয় পক্ষের আশ্বাসে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচলো দুই গ্রাম গোয়াইনঘাটবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক জাহিদ আহমদ গোয়াইনঘাটবাসীকে জাতীয় এ্যাওয়ার্ড প্রাপ্ত লোকমান উদ্দিনের ঈদ শুভেচ্ছা পুসাগের ইফতার মাহফিল সম্পন্ন গোয়াইনঘাটে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের শাড়ী-লুঙ্গি বিতরণ গোয়াইনঘাটে সদর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

শুধু শিক্ষিত নয়, আদর্শিক মানুষ হতে হবে : ইউএনও রতন কুমার অধিকারী

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা কিংবা উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়। পরিপূর্ণ মানুষ হতে হলে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি যার যার ধর্মের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে মানবিক, ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।  শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের।
    তিনি আরো বলেন, নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে।

তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে গোয়াইনঘাট উপজেলার পুকাশ স্কুল এন্ড কলেজে আয়োজিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


পুকাশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া ম্যানেজার শেলী তেরেজা কস্তা, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য মাসুক আহমদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিদ উল্লাহ, মোঃ আখতারুজ্জামান, মোঃ জালাল উদ্দিন, বদরুল ইসলাম, নুর ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা লোকসংগীত, দেশাত্মবোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মঞ্চ নাটক প্রদর্শন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট