স্টাফ রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, পড়াশোনার পাশাপাশি নীতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিখতে হবে। গুরুজন ও শিক্ষকদের সম্মান করতে হবে। শুধু পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলে লাভ হবে না।
তিনি রোববার (২ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র সংসদের ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউএনও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ শেখার পাশাপাশি কোনটা ভালো কোনটা মন্দ সেটিও বুঝতে হবে। ধর্ম-কর্ম যার যার জায়গা থেকে পালন করতে হবে।
লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র সংসদের আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনামুল হক তরফদার, শামসুজ্জামান জামান, মো: জাকারিয়া, নুরুল ইসলাম, রুকসানা আবেদিন, আব্দুর রহমান, নোমান আহমদ, হাবিব আহমদ, রশিদ আহমদ, কবির আহমদ, সাইদুল ইসলাম ও এনাম উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সদর উদ্দিন, নজরুল ইসলাম, কাওসার আহমদ, রিফাত হোসেন, গোলাম রব্বানী জিমি, আব্দুল্লাহ, বাহার উদ্দিন, নিজাম উদ্দীন ও ইমরান আহমদ প্রমুখ।
Leave a Reply