সংশয়
রিয়াজ উদ্দিন বাবুলএ কি আজব দেশটাতে
করছি আমরা বাস
কি গজব এলোরে ভাই
টুকরো টুকরো লাশ।এ কি আজব দেশটাতে
কেমনে করি বাস
উনিশ থেকে বিশ হলে
হতে হয় যে লাশ।টুকরো হল এমপি আনার
ভিন ভারত দেশ
অবিচারের ফল স্বরূপেই
হচ্ছে সবই শেষ।টুকরো হল জবি ছাত্র সৌরভ
যাই হোক অপরাধ,
কিছুরই হয়নি বিচার সুষ্ঠু
নয় মানুষ নিরাপদ।ঘরে খুন বাহিরে গেলে গুম
বলুন কেমনে করি বাস,
নিত্য মানুষ সংশয়ে থাকে
কে কখন হয় যে লাশ।
এ কি আজব দেশটাতে
করছি আমরা বাস
কি গজব এলোরে ভাই
টুকরো টুকরো লাশ।এ কি আজব দেশটাতে
কেমনে করি বাস
উনিশ থেকে বিশ হলে
হতে হয় যে লাশ।টুকরো হল এমপি আনার
ভিন ভারত দেশ
অবিচারের ফল স্বরূপেই
হচ্ছে সবই শেষ।টুকরো হল জবি ছাত্র সৌরভ
যাই হোক অপরাধ,
কিছুরই হয়নি বিচার সুষ্ঠু
নয় মানুষ নিরাপদ।ঘরে খুন বাহিরে গেলে গুম
বলুন কেমনে করি বাস,
নিত্য মানুষ সংশয়ে থাকে
কে কখন হয় যে লাশ।
Leave a Reply