সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জনপদ। আয়তনে মেহেরপুর জেলার সমান এই উপজেলা ভারত সীমান্তঘেঁষা এবং পর্যটন সম্পদে সমৃদ্ধ। এখানে অবস্থিত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও পান্তুমাই ঝর্ণা শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও সমাদৃত। অথচ, গোয়াইনঘাটের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার চিত্র চরম হতাশাজনক।
হাতিরপাড়া-হাকুরবাজার ও মানিকগঞ্জ সড়কসহ বেশ কয়েকটি প্রধান সড়কের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেগুলো এখন বড় বড় গর্তে ভরা। চলাচলের অযোগ্য এই সড়কগুলো জনদুর্ভোগের পাশাপাশি পর্যটন শিল্পের সম্ভাবনাকে ব্যাহত করছে। প্রতিদিন শত শত গাড়ি এই রুট দিয়ে চলাচল করে; অধিকাংশই পর্যটকবাহী যান। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে যাতায়াতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এতে করে গোয়াইনঘাটের প্রতি পর্যটকদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পর্যটন একটি দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারে — সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে, স্থানীয় জনগণের জীবনমান উন্নত করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথ তৈরি করে। গোয়াইনঘাটের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে, সড়ক অবকাঠামোর জরুরি উন্নয়ন অপরিহার্য।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি— দ্রুত উদ্যোগ নিয়ে গোয়াইনঘাট উপজেলার প্রধান সড়কগুলোর সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনার পূর্ণ বিকাশ কোনোভাবেই সম্ভব নয়।
লেখকঃ তানজিল হোসেন
সম্পাদক, গোয়াইনঘাট দর্পণ
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত