দর্পণ রিপোর্ট : “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানটি এখনো শোভা পাচ্ছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গ্রাহক বিদ্যুৎ বিলে। এ নিয়ে সচেতন গ্রাহকদের মধ্যে প্রশ্নের সঞ্চার হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাঠানো একটি বিদ্যুৎ বিলের কপি গোয়াইনঘাট দর্পণের হাতে এসেছে। এতে দেখা যায়, চলতি জানুয়ারি মাসের গ্রাহক বিদ্যুৎ বিলে “শেখ হাসিনার উদ্যোগ
ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগানটি শোভা পাচ্ছে।
গ্রাহকরা বলছেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর দেশব্যাপী ব্যাপক সংষ্কার কাজ হলেও পতিত স্বৈরাচারের ভূত চেপে ধরেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষকে।
এদিকে জুলাই বিপ্লবে দেশের পটপরিবর্তন হওয়ার পরেও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এমন কান্ড সচেতন মহলে প্রশ্নের সঞ্চার হয়েছে। সচেতন মহল মনে করছেন, “স্বৈরাচারের ভূত কি এখনো চেপে আছে সিলেটের এই পল্লী বিদ্যুৎ অফিসে ?
এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি. এম রবিউল হক বলেন, আমরা মুছার চেষ্টা করতেছি। সাদাকালো অনেকগুলো জিনিস সরানো হয়েছে। এটি আমাদের নজরের বাইরে ছিল। ভুলবশত রয়ে গেছে। ঠিক হয়ে যাবে।
Leave a Reply