1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত সতী গ্রামবাসীর মহতী উদ্যোগ অনুকরনীয় গোয়াইনঘাটে ধানকাটা উৎসবে ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্ট: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামকে আনুষ্ঠানিকভাবে খোলাপায়খানামুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল)হাতিরপাড়া গ্রামে  আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে এবং বিএসএল ফ্যাসিলিটেটর মারজানুল আযহার জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলীম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের অফিসার মোঃ ইউনুস আলী,ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলী তেরেজা কস্তা,চাইল্ড প্রটেকশন অফিসার দিপংকর যেত্রা,আলীরগাঁও পিএফএর প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথি মোঃ আলীম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,”গ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা এবং ওয়ার্ল্ড ভিশনের টেকসই উদ্যোগের কারণে হাতিরপাড়া আজ খোলাপায়খানামুক্ত এবং বাল্যবিবাহমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ অর্জন পুরো ইউনিয়নের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

বিশেষ অতিথি মোঃ ইউনুস আলী বলেন,”সকলের স্বাস্থ্য নিশ্চিত করতে খোলাপায়খানামুক্ত গ্রাম গঠন অপরিহার্য। হাতিরপাড়া গ্রামের এই অর্জন গোয়াইনঘাট উপজেলায় স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার পথে একটি বড় অগ্রগতি।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং গ্রামের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা সবাই হাতিরপাড়া গ্রামের এই গুরুত্বপূর্ণ অর্জনকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে স্বাস্থ্য উন্নয়নের এ ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট