দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামবাসীর ঐক্যবদ্ধতা, স্বেচ্ছাশ্রমে রাস্তা-কালভার্ট নির্মাণ ও কৃষির উৎপাদন বৃদ্ধিতে মনোনিবেশ মাঠে সোনালী ফসলের হাঁসি আমাকে বিমোহিত করেছে।তাদের মহতী কাজ সকলের জন্য অনুকরনীয়। গ্রামবাসীর সকল দাবী যুক্তিপূর্ণ, মাছের অভয়ারণ্য ও হাওরে খুব শিঘ্রই নিরাপদ পানির ব্যবস্থা করার চেষ্টা করবো। অন্যান্য দাবী পূরনে সময় লাগবে, আমি সর্বাত্মক চেষ্টা করবো। এমন সুন্দর আয়োজনে সতি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই।
তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাটের সতি গ্রামের নুরুল আমীনের বাড়ির প্রাঙ্গণে সতি গ্রামে সরকারি সেবা প্রাপ্তি বিষয়ে অবহিতকরণ ও বোরোধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুরতে কোরআন তেলাওয়াত করেন সতী জামে মসজিদের ইমাম। গ্রামের মুরব্বি ইউছুফ আলীর সভাপতিত্বে, জাহাঙ্গীর আলম বাচ্ছুর পরিচালনায় স্বাগত বক্তব্যে শিক্ষক পরিতোষ কুমার দেব গ্রামবাসীর ৬০ লক্ষ টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমে কালভার্ট, সাড়ে তিন কিঃ মিঃ রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা অবহিত করেন। তিনি হাওরের ফসল পরিবহনে রাস্তা পাকাকরন, হাওরে কৃষক নিরাপত্তার জন্য কৃষক ছাউনি, নিরাপদ পানি, মৎস্য অভয়ারণ্য তৈরীসহ বিভিন্ন দাবী উত্থাপন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মাওঃ বদরুজ্জামান ও লেচু মেম্বার প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, সমবায় কর্মকর্তা কপিল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি লাবনী বিশ্বাস, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ ও গ্রামের সর্বস্থরের জনসাধারণ। পরে অতিথিরা হাওরে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন ও গ্রামবাসীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
Leave a Reply