দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ” এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ৯৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৪শে এপ্রিল (বৃহস্পতিবার) সংগঠনের সভাপতি নিয়াজ মুর্শেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন যৌথ স্বাক্ষরে কমিটি প্রকাশ করেন।
কমিটির ঘোষণায় প্রবাসী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনসমূহ এবং বিভিন্ন মহল অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
নেতৃত্বে যারা
সভাপতি: নিয়াজ মুর্শেদ (সৌদি আরব)
সিনিয়র সহ-সভাপতি: জহির উদ্দিন (দুবাই)
সহ-সভাপতি: কুতুব উদ্দিন (বাহরাইন), জমির উদ্দিন (ওমান), আব্দুল ওয়াদুদ (কুয়েত), আতাউর রহমান (ফ্রান্স), বিধান চন্দ্র ধর (ফ্রান্স), ফারুক আহমেদ (যুক্তরাজ্য), ফখর উদ্দিন (ফ্রান্স), বুরহান উদ্দিন (আমেরিকা), এনামুল হক চৌধুরী (ওমান)
সাধারণ সম্পাদক: মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন (যুক্তরাজ্য)
যুগ্ম সাধারণ সম্পাদক: শুয়াইবুর রহমান শুয়েব (বাহরাইন), মো. আখতারুজ্জামান (দুবাই), মোহাম্মদ আব্দুল্লাহ (কানাডা), সালেহ আহমদ (যুক্তরাজ্য)
সাংগঠনিক সম্পাদক: সায়েম আহমেদ শাহীন (কুয়েত)
সহ সাংগঠনিক সম্পাদক: আব্দুল হান্নান (লেবানন), আমিনুল ইসলাম (বাহরাইন)
অর্থ ও পরিকল্পনা সম্পাদক: আব্দুল ওয়ারিছ (সৌদি আরব)
প্রচার সম্পাদক: মিজানুর রহমান (দুবাই)
দপ্তর সম্পাদক: অলিউর রহমান (ফ্রান্স)
আইন বিষয়ক সম্পাদক: মোহাম্মদ কয়েছ আহমেদ (ওমান)
আইসিটি সম্পাদক: ছাদিকুর রহমান (যুক্তরাজ্য)
শিক্ষা সম্পাদক: মুতাহার আহমেদ রিমন (যুক্তরাজ্য)
সমাজকল্যাণ সম্পাদক: সাজু উদ্দিন সাজু (কুয়েত)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: রঞ্জিত নাথ (ওমান)
তথ্য ও সম্প্রচার সম্পাদক: দেলোয়ার হোসেন (যুক্তরাজ্য)
প্রবাসী কল্যাণ সম্পাদক: মোহাম্মদ ইব্রাহিম আলী (লেবানন)
শ্রম ও কর্মসংস্থান সম্পাদক: রহিম উদ্দিন (দুবাই)
ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুল মান্নান (যুক্তরাজ্য)
মানবাধিকার সম্পাদক: বশির উদ্দিন (কাতার)
পর্যটন ও গবেষণা সম্পাদক: জিল্লুর রহমান (ওমান)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আরিফুল ইসলাম (যুক্তরাজ্য)
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: আব্দুস সাত্তার (ওমান)
সম্মানিত সদস্যরা
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সম্মানিত সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য:
আব্দুল গফুর (কানাডা), মইন উদ্দিন (ফ্রান্স), সেলিম আহমেদ (কাতার), মোহাম্মদ তরিক উদ্দিন (আমেরিকা), মুহাম্মদ সুহেল (সৌদি আরব), ইমাম উদ্দিন (সৌদি আরব), মুসা আল আকবর (দুবাই), জিয়াউর রহমান (ওমান), মোহাম্মদ নিজাম উদ্দিন (কাতার), আহমেদ সুজন (যুক্তরাজ্য) প্রমুখ।
নির্বাচন প্রক্রিয়া
২০২৪ সালের ৩০শে নভেম্বর ভার্চুয়াল মাধ্যমে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা সরাসরি ভোট প্রদান করেন।নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা:
সভাপতি: নিয়াজ মুর্শেদ
সাধারণ সম্পাদক: মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: সায়েম আহমেদ শাহীন
অর্থ ও পরিকল্পনা সম্পাদক: আব্দুল ওয়ারিছ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিজানুর রহমান
এ নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন:
প্রধান উপদেষ্টা: আব্দুল লতিফ বাবুল (আমেরিকা)
প্রধান নির্বাচন কমিশনার: আব্দুল আহাদ মনির (সৌদি আরব)
সদস্য সচিব: নজরুল ইসলাম (দুবাই)
কমিশন সদস্য: মোহাম্মদ ইউসুফ ও আব্দুল মুবিন (যুক্তরাজ্য)
উল্লেখ্য, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন, যা গোয়াইনঘাটের প্রবাসীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply