1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত সতী গ্রামবাসীর মহতী উদ্যোগ অনুকরনীয় গোয়াইনঘাটে ধানকাটা উৎসবে ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের রহা গ্রামের মাওলানা মোঃ জুবায়ের আহমদের স্বপ্ন ছিল একটি নতুন ঘর নির্মাণের। কিন্তু তার জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ঘর নির্মাণ শুরুর আগে বিষয়টি মাথায় রেখে তিনি গত বছরের ১৭ নভেম্বর (আবেদন নং: ৩০৫) সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ দপ্তরে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। নির্ধারিত ফি জমা দেওয়ার পর তিনি ধারণা করেছিলেন, নিয়ম অনুযায়ী খুঁটি সরিয়ে দেওয়া হবে। কিন্তু পরে তাকে জানানো হয়, খুঁটি স্থানান্তরে খরচ হবে ৩২,৯২৪ টাকা।

“আমি একজন সাধারণ মানুষ,” বলেন জুবায়ের আহমদ। “এত টাকা দিয়ে খুঁটি সরানো সম্ভব নয়। ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে।”

স্থানীয়রাও জানান, খুঁটিটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু অতিরিক্ত খরচের কারণে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই বসবাস করছেন।
একজন গ্রামবাসী বলেন, “সরকার যেখানে সহজ শর্তে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে, সেখানে খুঁটি সরাতে অতিরিক্ত খরচ চাপানো দুঃখজনক।”

এ বিষয়ে জানতে চাইলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল হক বলেন, “এখন আমাদের কোন প্রকল্প নেই। তাই খুঁটি সরাতে ওই খরচই বহন করতে হবে।”

একটি নিরাপদ বসবাসের আশায় ঘর তুলতে গিয়ে মাওলানা জুবায়েরের মতো সাধারণ মানুষ যখন বাধার মুখে পড়েন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হয় সমস্যার মানবিক ও ন্যায্য সমাধান নিশ্চিত করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট